৩৪
সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের এবার এক শিশুসহ দুই জনের পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’–এর ভেতরে মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ।
এ নিয়ে গত ছয় মাসে দুই তলা ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি লাশ। তবে কোনো লাশেরই পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
জানা যায়, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে গেলে পোড়া মরদেহ দেখতে পায় এবং ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে সাভার মডেল থানা–পুলিশ সেখানে যায়।