সাভারে যাত্রী তোলার সময় গাড়ির চাপায় ওবায়দুল (২৯) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন।
বুধবার (২২ নভেম্বর) বিকেল ৪.৩০ মিনিটের দিকে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরে একেএইচ কারখানার সামনে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামের আ: হাকিমের ছেলে। তিনি রাজধানী পরিবহন নামে একটি বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
সাভার হাইওয়ে থানার উপ–পরিদর্শক আ: খালেক জানান, রাজধানী পরিবহন নামে একটি বাস যাত্রী তোলার জন্য হেমায়েতপুর বাস স্ট্যান্ডে থেমে ওই গাড়ির সুপারভাইজার যাত্রী তোলার জন্য নামেন। এসময় ওই গাড়ির চালক গাড়িটি টান দিলে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুপারভাইজার নিহত হয়। এঘটনায় গাড়ি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ