শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাভারের হেমায়েতপুরে দুইটি বহুতল বাড়ি ও একটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেই সাথে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে৷ বুধবার (১২ এপ্রিল) দুপুরে হেমায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার ভূমি (আমিনবাজার সার্কেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার৷

তিনি বলেন, সাভার উপজেলা প্রশাসন এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহায়তায় এখানে আমরা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে একটি বাড়িতে ২ লাখ টাকা জরিমানা ছাড়াও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। আমরা আরও কয়েক জায়গায় অভিযান চালাবো। আমাদের অভিযান অব্যহত থাকবে।

এসময় হেমায়েতপুরের জোরপুল এলাকার মুক্তাদি গার্মেন্টস লিমিটেডকে ১ লাখ টাকা ও চলন্তিকা হাউজিং এর ভেতরে রাবেয়া আক্তারের ১১ তলা বাড়িকে ২ লাখ টাকা এবং হাসিনা আক্তারের ৪ তলা বাড়িকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More