ঢাকার সাভার ও কেরানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা (উত্তর) গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)। এসময় ৯টি ব্যাটারি চালিত মিশুক উদ্ধার করা হয়।
রবিবার (১৪ মে) দুপুরে সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান।
গ্রেফতাররা হলেন: শরিয়তপুর জেলার মৃত ইব্রাহিম বেপারীর ছেলে মো. বেলাল, রাজধানীর বংশাল থানার মো. রিয়াজ জাবেদের ছেলে মো. হৃদয় জাবেদ ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার মৃত মইজ উদ্দিন বেপারীর ছেলে মো. দুলাল বেপারী।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জানান, ঢাকা জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাটারী চালিত অটোরিকশা করে আসছিল। যাত্রীবেশে তাঁরা এসব রিকশা ও মিশুক চুরি করতো।
শনিবার এমন একটি চোর চক্রের তথ্য জানতে পেরে ওই তথ্যের ভিত্তিতে সাভার মডেল ও কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজন অটোরিকশা চোর ও একজন চোরাই অটোরিকশা–মিশুক ক্রয়–বিক্রয়ের সদস্যকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি অটোরিকশা ছাদযুক্ত ও ৫ টি ছাদবিহীন ব্যাটারি চালিত মিশুক উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমি/দীপ্ত সংবাদ