বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী। সোমবার (২০ মার্চ) নানা আয়োজন আর কর্মসূচিতে তার জন্মস্থান ভৈরবে দিনটি পালন করছে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় উপজেলা চত্বরে জিল্লুুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বেলা ১১টায় শিশুকিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বাদ আসর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরে বিশেষ দোয়া, মিলাদ ও প্রার্থনা। এসব কর্মসূচির কথা জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ বেলা ১১টায় স্থানীয় সরকারি কাদির বক্স উচ্চবিদ্যালয়ে যৌথভাবে আয়োজন করেছে দোয়া ও তবারক বিতরণের।

জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে ১৯২৯ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি আইন জারির মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেফতার হলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ দলীয় সরকার গঠন হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী এই রাজনীতিবিদ ২০১৩ সালের ২০ মার্চ বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার সহধর্মিনী বেগম আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আহত হওয়ার তিন দিন পর মৃত্যুবরণ করেন।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More