লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ তাহেরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে গার্ড অব অনার প্রদান শেষে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন,লক্ষ্মীপুর -৩ সদর আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল, লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়নসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সর্বস্তরের জনসাধারণ উপস্খিত ছিলেন।
জানাজা শেষে পৌরসভার বাঞ্ছানগর এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
পৌর মেয়র এম এ তাহেরের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, এম এ তাহের দীর্ঘদিন যাবত ক্যান্সারজনিত রোগে আক্রান্ত ছিলেন। শনিবার (১৮ মার্চ) দুপুরে আবু তাহের লক্ষ্মীপুরে নিজ বাসভবন পিংকি প্লাজায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার তিনবারের মেয়র ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এমি/দীপ্ত