নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্রনেতা ও সংগঠক শফী আহমেদ মারা গেছেন।
সোমবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
শফী আহমেদ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপসম্পাদক ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাবেক ছাত্রনেতা শফী আহমেদ ১৯৮৯–৯১ মেয়াদে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এ ছাত্র নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন।
মঙ্গলবার (৪ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রয়াত এই ছাত্রনেতাকে শ্রদ্ধা নিবেদন করা হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেয়া হবে তার গ্রামের বাড়ি নেত্রকোনার মুক্তার পাড়ায়। সেখানে সাতপাই কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
এজে/এসএ/দীপ্ত সঙবাদ