দিনাজপুরে অপারেশন ডেভিলহান্টে গাইবান্ধা–২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোওয়ার কবিরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন।
বিফ্রিংয়ে তিনি জানান, জেলায় ‘অপারেশন ডেভিলহান্ট’ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এবং ডিবির একটি চৌকস টিম মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে শহরের ঈদগাহ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোওয়ার কবিরকে (৫০) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সদর থানায় দুইটি মামলা চলমান রয়েছে।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন মামলায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুলতান/ইএ/এজে/দীপ্ত সংবাদ