ঝালকাঠি–১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার (২০ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি ছেড়ে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করা সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ শাহজাহান ওমরের (বীর উত্তম) গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজাপুর উপজেলার উত্তর পিংড়ী বাড়ইবাড়ি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনেরা নেতা–কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন শাহজাহান ওমর।
হামলা থেকে বাঁচতে শাহজাহান ওমর রাজাপুর থানায় গিয়ে আশ্রয় নেন। পরে অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২০ নভেম্বর) রাতে রাজাপুর–কাঁঠালিয়া এলাকায় সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
শাহজাহান ওমর ঝালকাঠি–১ আসনের রাজাপুর ও কাঁঠালিয়া এলাকার সংসদ সদস্য ছিলেন।
সুপ্তি/ দীপ্ত সংবাদ