প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ নারী ফুটসাল দল চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) নিজেদের শেষ ম্যাচে ১৪–২ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। ছয় ম্যাচে সাবিনা খাতুনদের পয়েন্ট ১৬। সাত দেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা।
শিরোপা নির্ধারণী ম্যাচে ৪ গোল করে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবিনা। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা ১৩। প্রথমার্ধে ৬–১ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল করে মালদ্বীপকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠে। ১৪–১ গোলের জয় যা টুর্নামেন্টে এক ম্যাচে সর্বোচ্চ গোলে জয়ের রেকর্ড।
৭ দলের এই টুর্নামেন্টে ৬ ম্যাচের ৫টিতে জয় ও ১টি ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টে বাংলাদেশ মোট ৩৮ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৯টি।