সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টিকে থাকতে হলে জিততেই হবে, হারলে বিদায়। এমন পরিসংখ্যানের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ার দল। তবে শেষ পর্যন্ত ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ–মালদ্বীপ। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণ রেখে মুহুর্মুহু আক্রমণ শানায় বাংলাদেশ। তবে খেলার ধারার বিপরীতে ১৮ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ।
পিছিয়ে পড়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়েরা। একের পর এক আক্রমণ শানাতে থাকে মালদ্বীপের ডি বক্সের মধ্যে। গোছালো আক্রমণ থেকে ৪২তম মিনিটে রাকিবের গোলে সমতায় ফিরে বাংলাদেশ। এরপর আর কোনও গোল না হওয়াই ১–১ গোলের ড্র নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরও ম্যাচের লাগাম বাংলাদেশের। ৬৭ তম মিনিটে তারিক কাজীর গোলে লিড নেয় বাংলাদেশ। মালদ্বীপ পিছিয়ে পড়লেও সমতা আনার মতো সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ৯০ তম মিনিটে কফিনের শেষ পেরেক ঠুকে দিয়ে ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার দল।
আল /দীপ্ত সংবাদ