সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ১৪ তম আসরের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে অতিথি দেশ হিসেবে টুর্নামেন্টে খেলা কুয়েত।
মঙ্গলবার (৪ জুলাই) ভারতের বেঙ্গালুরুতে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঠে নামবে দু‘দুল। ভারতের লক্ষ্য নবম শিরোপা ঘরে তোলার। সেমিফাইনালে লেবাননকে ট্রাইব্রেকারে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী সুনীল ছেত্রির দল। তবে গ্রুপ পর্বে কুয়েতের বিপক্ষে শেষ দেখায় ১–১ গোলের ড্র‘তে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল আকাশী নীলদের।
অন্যদিকে প্রথমবারের মতো সাফের শিরোপা জয়ের হাতছানি অতিথি হিসেবে টুর্নামেন্টে অংশ নেয়া কুয়েতের সামনে। প্রথম সেমিতে বাংলাদেশকে অতিরিক্ত সময়ের গোলে জয় পেয়ে ফাইনালে উঠে দলটি। তবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে বেশ শক্ত পরীক্ষা দিতে হবে তাদের।
সাফের শ্রেষ্ঠত্বের দিক থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ বার শিরোপা নিজেদের ঘরে তুলেছে ভারত। মালদ্বীপ ২ বার, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিয়েছে ১ বার করে শিরোপার স্বাদ।
ইমাম/দীপ্ত নিউজ