দীর্ঘ ১৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। ভূটানের বিপক্ষে ৩–১ গোলের জয়ে বহুল প্রতিক্ষিত সাফল্য অর্জন করলো লাল–সবুজ বাহিনীরা।
বুধবার (২৮ জুন) ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভূটানের বিপক্ষে মাঠে নামে জামাল ভুঁইয়ার দল। দিনের অন্য ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লেবাননের জয়ে, সেমির রাস্তা সহজ হয়ে যায় বাংলাদেশের। ড্র করলেও সেক্ষেত্রে নিশ্চিত হয়ে যেতো সেমিফাইনাল।
তবে বাংলার কোটি সমর্থকদের মনে স্বপ্নভঙ্গের হতাশা দেখা দেয় ম্যাচের ১৩ তম মিনিটে। ডি বক্সের বাইরে থেকে তেন্দা দর্জির নেয়া দুর্দান্ত এক শটে ১–০ গোলে এগিয়ে যায় ভূটান। তবে কপালে দুশ্চিন্তার ভাঁজ বেশিক্ষণ থাকতে দেননি ১৭ বছর বয়সী বাংলার তরুণ মিডফিল্ডার। ২২ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বাংলাদেশকে সমতা এনে দেন শেখ মোরছালিন। এরপর ৩১ মিনিটে রাকিবের শট ভূটান রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে ২–১ এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর ৩৬ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান বাড়ান ফরোয়ার্ড রাকিব হোসেন। বিরতির পর আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচ শেষের বাঁশিতে আবেগ ছড়িয়ে পরে জামাল ভুঁইয়া, তপু বর্মনদের মাঝে। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো কোচ ক্যাবরেরার শিষ্যরা। সর্বশেষ ২০০৯ সালে সাফের সেমিতে খেলেছিল বাংলাদেশ।
১ জুলাই প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অপর গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত।
ইমাম/দীপ্ত নিউজ