দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরে ‘বি‘ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী নবাগত শক্তিশালী দল লেবানন।
ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয় সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের ড্র। দুই অতিথি ও দক্ষিণ এশিয়ার ছয় দল মিলিয়ে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দুই শীর্ষ দল লেবানন ও ভারতকে রাখা হয় এক পটে। ‘এ’ গ্রুপে ভারত ও ‘বি’ গ্রুপে শীর্ষ দল হিসেবে খেলবে লেবানন।
র্যাংকিং অনুযায়ী বাকি তিন পটের প্রথটিতে কুয়েত ও মালদ্বীপ, দ্বিতীয়টিতে নেপাল ও ভুটান এবং তৃতীয়টিতে বাংলাদেশ ও পাকিস্তানকে রাখা হয়। ‘এ’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে রয়েছে কুয়েত, নেপাল ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলবে সেমিফাইনাল।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপে সর্বশেষ সেমিফাইনাল খেলেছে ২০০৯ সালে। এরপর আর গ্রুপের গণ্ডি পার হতে পারেনি। বি গ্রুপে থাকা লেবানন টুর্নামেন্টের আট দলের মধ্যে সর্বোচ্চ র্যাংঙ্কিংধারী দল। মালদ্বীপ ও ভূটানকেও সাম্প্রতিক সময়ে হারানোর রেকর্ড নেই বাংলাদেশের।
আগামী ২১ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হবে এবারের আসর। শেষ হবে ৪ জুলাই।
আল/দীপ্ত সংবাদ