গাজীপুরের কালিয়াকৈরিতে সাপের কামড়ে নিহত এক যুবককের জানাজায় বাধা দিয়ে ওজার মাধ্যমে বাচানোর চেষ্টা চলছে।
নিহত যুবক কালিয়াকৈর উপজেলার পশ্চিম বাসুরা এলাকার ইউনুস আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০)।
শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার পশ্চিম বাসুরা এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাছ ধরতে গেলে সাইফুলের পায়ের কামড় দেয় বিষধর সাপ। পরে তিনি দ্রুত চিকিৎসার জন্য মির্জাপুরে কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের বড় ভাই আলী হোসেন জানান, পরিবারের সদস্য ও এলাকাবাসী একত্রিত হয়ে সাইফুল ইসলামের জানাজার ব্যবস্থা করেন। এ সময় সাভার থেকে এক সাপুড়ে ওঝা এসে তার দাফনে বাধা দিয়ে তাকে ঝাড়ফুঁক দিয়ে সারানোর চেষ্টা করেন। নানাভাবে চেষ্টা করে সাপুড়ে ব্যর্থ হয়ে বিকেল সাড়ে পাঁচটায় সাইফুল ইসলামকে বাঁচানোর জন্য আরো কিছু সরঞ্জাম লাগবে বলে রাত ১১ টায় আসার কথা বলেই চলে যায়।
ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছামুদ্দিন জানান, গতকাল রাতে মাছ ধরতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শনিবার যোহরের নামাজের পর তার জানাযা শেষে দাফন হওয়ার কথা থাকলেও (ওজা) দিয়ে মৃত ব্যাক্তিকে বাঁচানোর চেষ্টা করে।
আলম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ