“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে মেহেরপুরে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (২৯ জুলাই) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক শংকর কুমার।
সাতদিন ব্যাপি বৃক্ষ মেলায় জেলার ৩০ টি নার্সারি অংশগ্রহণ করে। মেলা চলবে আগামী ৪ আগষ্ট পর্যন্ত। মেলায় ফলজ বনজ সহ বিভিন্ন ধরনের গাছ স্টল গুলোতে শোভা পাচ্ছে।
শায়লা/দীপ্ত নিউজ