সাতক্ষীরা সদরে আরিফ হোসেন (৯) নামের এক শিশুকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।
শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে সদর উপজেলার আগরদাাঁড়ি ইউনিয়নের ধলবাড়িয়া মাঠপাড়ার আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ইয়াসিন হোসেনকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত ইয়াসিন হোসেন ধলবাড়ীয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
শিশু আরিফের মা রোকেয়া খাতুন জানান, মঙ্গলবার তার স্বামী ইয়াছিন তাকে মারধর করলে, ছেলে আরিফকে নিয়ে ধুলিহর গ্রামের বাবার বাড়িতে আশ্রয় নেন তিনি। বৃহষ্পতিবার বিকেলে আরিফকে জোর করে নিয়ে যান তার বাবা। এরপর রাতে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে আগুন জ্বালিয়ে দেয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, ভোরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীতে ঘর থেকে একটি শিশুর পোড়া মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের পরিদর্শক অভিক বরল বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করা হবে।
এসএ/দীপ্ত নিউজ