রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৫ হাজার কেজি (৫ টন) আম জব্দের পর তা ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ২টায় সাতক্ষীরার দেবহাটা ফুটবল মাঠে গাড়ির চাকায় পিষ্ট করে এসব আম নষ্ট করা হয়।
এর আগে গত পরশুদিন সোমবার রাত ৯টায় দেবহাটার পারুলিয়া বাজার থেকে পিকআপভর্তি এসব আম জব্দ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসাইন সিদ্দিকী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসাইন সিদ্দিকী জানান, রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো অপরিপক্ক আম রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে পারুলিয়া মোড়ে এই অভিযান চালানো হয়। এসময় পারুলিয়া বাজার থেকে পিকআপ ভর্তি এসব আম জব্দ করা হয়েছে।
অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে বিক্রয়ের চেষ্টা করলে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
আল/দীপ্ত সংবাদ