কেমিকেল দিয়ে পাকানো সাত হাজার কেজি (৭ টন) হিমসাগর আম জব্দের পর তা ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ( ১ মে ) বিকাল ৪টায় দেবহাটা ফুটবল মাঠে গাড়ির চাকায় পিষ্ট করে এসব আম নষ্ট করা হয়।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় দেবহাটার সখীপুর মোড় থেকে পিকআপভর্তি এসব আম জব্দ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসাইন সিদ্দিকী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন ছিদ্দিকি জানান, কেমিকেল দিয়ে পাকানো আম রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৭টার দিকে এই অভিযান চালানো হয়। এসময় সখীপুর মোড় থেকে পিকআপ ভর্তি এসব আম জব্দ করা হয়েছে। এই আমের মালিককে খুজে বের করার চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করলে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
আল/দীপ্ত সংবাদ