সাতক্ষীরার কলারোয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মী মো. শাহীন গাজীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারী মো.আমিনুর সরদারের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ–সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে এলাকাবাসী। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এসব কর্মসূচি পালিত হয়।
নিহত শাহীনের স্বজন আহমেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফে, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শাহীনের স্ত্রী ঝর্না বেগম, শাহীনের মা শিরিনা বেগম প্রমুখ।
সমাবোশে বক্তারা নিহত শাহীনের হত্যাকারী আমিনুর সরদারের ফাঁসির দাবি করেন। এরপর তারা একটি কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, আসামিকে ধরার চেষ্টা অব্যহত রয়েছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আমিনুর সরদারের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হবার ৯ দিন পর ১৩ এপ্রিল সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহীন বাগেরহাটে মারা যান।
এ ব্যাপারে কলারোয়া থানায় বাদী হয়ে একটি মামলা করেন নিহতের স্বজন আফসার আলী গাজী। ঘটনার পর থেকে হামলাকারী মো. আমিনুর সরদার পলাতক রয়েছেন।
এমি/দীপ্ত