সাতক্ষীরা থেকে ঢাকাগামি ইমাদ পরিবহনের ধাক্কায় মটর সাইকেল আরোহী রিতা সাধু ও তার তিন বছরের ছেলে সৌরভের করুণ মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন রিতা সাধুর স্বামী অপূর্ব সাধু।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার ডিদকে সাতক্ষীরা– খুলনা সড়কের পাটকেলঘাটার কুমিরা কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতা সাধু খুলনা জেলার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী। সৌরভ সাধুর বাবার নাম অপূর্ব সাধু।
নিহতের স্বজনরা জানান, মটর সাইকেলে করে যশোরের সাগরদাড়ি যাওয়ার জন্য অপূর্ব সাধু তার স্ত্রী রিতা, মেয়ে ঝুমা ও ছেলে সৌরভকে নিয়ে শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হন। তারা সাতক্ষীরা– খুলনা সড়কের পাটকেলঘাটা থানাধীন কুমিরা কদমতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামি ‘ইমাদ’ পরিবহন তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিতা সাধু ও তার ছেলে সৌরভ মারা যায়। মারাত্মক আহত ওই অপূর্ব সাধু। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক পরিবহনটি আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
আল