বালুর ঢিবিতে মোটরসাইকেল উল্টে আশিকুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ২ জন। শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টায় সাতক্ষীরা–খুলনা মহাসড়কের শাকদাহ ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট এলাকার সামসুর রহমানের ছেলে। আহতরা হলেন ইমন (২৪) ও শিমুল (২৪)। তারা সবাই কলারোয়ার কাজীরহাট এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ইমন ও শিমুল জানান, আশিকুরের মোটরসাইকেলে তারা শুক্রবার রাত ৯টার দিকে কাজীরহাট বাজার থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে শাকদাহ ব্রীজের কাছে ফেলে রাখা বালুর ঢিবিতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা। ঘটনাস্থলেই আশিকুর মারা যায়।
আরও জানায়, তারা দুইজন মারাত্মক জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য শনিবার সকালে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ