সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোষ্টের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহি রংপুর–শ্যামনগর পরিবহন উল্লে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে সাতক্ষীরা– যশোর সড়কের ঋশিল্পীর পাশে আব্বাস বিশ্বাসের বাগান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত আঞ্জুমানারা ও সিদরাতুল জানান, রবিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর থেকে সাতক্ষীরার শ্যামনগরগামি রংপুর–ব–১১–০০১৩ পরিবহনটি রওনা হয়। ওই পরিবহনের যাত্রী ছিলেন তারা। পরিবহনের চালক ছিলেন তরিকুল ইসলাম ও সুপারভাইজার ছিলেন রাব্বি। পরিবহনটি যশোর নিউমার্কেটে এলে সুপারভাইজার রাব্বি স্টেয়ারিং ধরে চালানো শুরু করেন। একপর্যায়ে পরিবহনটি চালানোকালে সুপারভাইজার মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিলেন। এ অবস্থা বুঝতে পেরে তারা পরিবহন বন্ধ রাখতে বললেও রাব্বি শোনেনি। একপর্যায়ে সোমবার ভোর ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরা সদরের ঋশিল্পী’র পাশে আব্বাস বিশ্বাসের বাগান বাড়ির সামনে একটি বৈদ্যুতিক পোষ্টে ধাক্কা মারলে পরিবহনটি রাস্তার পাশে পানিযুক্ত খাদে উল্টে যায়। সামনের গ্লাস ভেঙে যাওয়ায় তারাসহ কমপক্ষে ৩০ জন যাত্রী বেরিয়ে আসতে সমর্থ হন।
আরও জানান, এতে তারাসহ কমপক্ষে ১৫ জন যাত্রী কম বেশি আহত হয়েছেন। তাদের মোবাইল, ব্যাগ ও বক্সে থাকা মালামাল উদ্ধার করতে পারেননি। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আহম্মেদ হোসেন জানান, দুর্ঘটনায় আহত জাফর আলী (৬০), আতিকুল রহমান (২৭) ও পারুল সরকারকে(৩২) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা ট্রাফিক পুলিশের উপসহকারি পুলিশ পরিদর্শক কিশোর কুমার মণ্ডল জানান, দুর্ঘটনায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। আহতদের জখম গুরুতর নয়। পরিবহনটি উদ্ধারের পর তাতে থাকা মালামাল যাত্রীদের বুঝিয়ে দেওয়া হবে।
রঘুনাথ খাঁ/দীপ্ত নিউজ