মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

সাতক্ষীরায় ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু ও ২৩ জন আহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ধানের বস্তা ভর্তি ট্রাকের উপর শ্রমিক বহনকারি ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু ও ২৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) ভোর ৫টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন কুমিরা মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মন্টু হোসেনের ছেলে সুমন হোসেন (৩৫) ও একই উপজেলার জয়নগর গ্রামের ওমর আলীর ছেলে আবুল হোসেন (৪৬)

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন একজন জানান, তিনি ও তার দুলাভাই একই গ্রামের সুমন হোসেনসহ ২৪ জন শ্রমিক গত ২৬ এপ্রিল শরিয়তপুর জেলার লক্ষীপুরা এলাকার ভজেশ্বর বাজারের পাশে মুজিবর মোড়ল ও শন ফকিরের ধান কাটতে যান। কাজ শেষে সোমবার (১৫ মে) সন্ধ্যায় তারা ২৪৫ বস্তা ধান নিয়ে সাতক্ষীরা শহরতলীর কাশেমপুরের সাগর হোসেনের ট্রাকে (ঢাকা মেট্রো১১০৪৭৫) বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। একপর্যায়ে গাড়িটি পাটকেলঘাটা এলাকায় কুমিরা মহিলা কলেজের সামনে রাস্তার বাম দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তার দুলা ভাই সুমনসহ ধানের বস্তার উপর ঘুমন্ত অবস্থায় থাকা ১৯জন শ্রমিক ধানের বস্তা ও ট্রাকের নীচে চাপা পড়েন।

তিনি আরও বলেন, কেবিনের মধ্যে বসে থাকা তিনি ও বাউচি কাশিমাড়ি গ্রামের ফরিদা খাতুন (৫৪) ও চালকের আসনে থাকা হেলপার ইমনসহ ছয়জন জখম হন। ডালা খুলে চালক সাগর পালিয়ে যায়। এ সময় ধানের বস্তার নীচে ও ট্রাকের নীচে চাপা পড়ে তার দুলাভাই সুমন মারা যায়।

ফায়ার ব্রিগেড খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। সকাল সোয়া ৮টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, চিকিৎসাধীন অবস্থায় একজন ও ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। তবে হেলপার ইমন, জাহিদুরসহ ৫ জনের জনের অবস্থা আশঙ্কাজনক।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুর রহমান শ্রমিকবাহি ট্রাক উল্টে দ্ইুজনের মৃত্যু ও ২৩ জন জখম হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা চলছে। নিহতদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা হয়েছে।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

রঘুনাথ/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More