চার দফা দাবিতে চতুর্থ দিনের মত আন্দোলন অব্যহত রেখেছে সাতক্ষীরার নলতায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের(ম্যাটস) শিক্ষার্থীরা।
সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১০টায় আন্দোলনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেন তারা। এর আগে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
ম্যাটস এর শেষ বর্ষের শিক্ষার্থী মোনায়েম হোসেন জানান, তাদের চারটি দাবি রয়েছে। এগুলো হলো– ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ কোর্স বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড‘ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান। এগুলো মেনে না নিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
উল্লেখ্য, চারটি দাবিতে গত ১৮ আগস্ট শুক্রবার থেকে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে আজ ক্লাস ও পরীক্ষা বর্জন সহ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন তারা।
শায়লা/ দীপ্ত নিউজ