দুর্ঘটনার জেরে বন্ধ হওয়ার ৯ মাস ২২ দিন পর পদ্মা সেতুতে ফের মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। ঈদুল ফিতরের ছুটির দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে শর্তসাপেক্ষে সেতুতে বাইক চলাচল শুরু হয়।
ভোর থেকেই রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা থেকে দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষ মোটরসাইকেলে করে পদ্মা সেতু এলাকায় আসতে শুরু করে। এসময় দীর্ঘ লাইন দেখা যায়।
গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরের দিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হয়। শুরুর রাতেই সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হন। এর পরিপ্রেক্ষিতে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।
ফের চলাচল শুরু হওয়ার দিনে দুটি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। যদিও এর আগে একটি বুথ থেকে মোটরসাইকেলের টোল আদায়ের কথা জানানো হয়েছিল।
সেতু বিভাগের যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী জানান, প্রতি মিনিটে দুটি বুথ থেকে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল সেতুতে উঠছে।
সেতু বিভাগের যুগ্ম সচিব আরও জানান, বাড়তি চাপের কারণে দুটি কাউন্টার দিয়ে টোল আদায় করা হচ্ছে। মোটরসাইকেলের চাপ থাকলেও, গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের তেমন চাপ নেই।
আফ/দীপ্ত সংবাদ