পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দেশের দুটি গুরুত্বপূর্ণ নৌপথে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকায় দৌলতদিয়া–পাটুরিয়া এবং আরিচা–কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌ–দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যানবাহন বোঝাই করে থাকা বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি রো রো ফেরি নোঙর করে রাখা হয়।
অন্যদিকে, একই কারণে শনিবার রাত পৌনে ১২টা থেকে আরিচা–কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
পাটুরিয়া ফেরি ঘাটের উপ–মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশা কমার পর আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়া হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। বর্তমানে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ছোট–বড় ১৭টি ফেরি চলাচল করছে।
দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় নৌপথের ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে।