এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর। অবকাশ যাপনের মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। মুহূর্তে ছবিগুলো ভাইরাল হয়ে যায়।
এবার আমেরিকা সাগর পাড়ে ছোট ছেলে শেহজাদ খান বীর‘কে নিয়ে ঘুরছেন শাকিব খান। তবে বুবলী‘কে এ ছবিতে দেখা যায়নি।
ছবিতে শাকিব ও বীর‘কে সাদা টি–শার্ট পরতে দেখা যায়। চোখে সানগ্লাস পরে ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন শাকিব।
এর আগে, ৩ আগস্ট বুবলী তার ফেসবুক পেজে একাধিক ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, নিউ ইয়র্ক শহরের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।
উল্লেখ্য, ২ বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়‘কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউড শীর্ষ তারকা শাকিব খান। সে সময় সঙ্গে ছিলেন আব্রামের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।
প্রসঙ্গত, ২০০৮ সালে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাস‘কে গোপনে বিয়ে করেন শাকিব খান। তাদের সংসারে রয়েছে পুত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলী‘কে বিয়ে করেন শাকিব। তাদের সংসারে রয়েছে পুত্র সন্তান শেহজাদ খান বীর।
এসএ