আজ স্বপ্নপূরণ হচ্ছে কক্সবাজারবাসীর। দোহাজারী–কক্সবাজার রেলপথে ট্রেন চলাচলের মধ্যদিয়ে খুলছে অপার সম্ভাবনার দুয়ার।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইন ও নান্দনিক রেলস্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেললাইন উদ্বোধনের পর সুধি সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
এর মাধ্যমে ঢাকা–কক্সবাজার সরাসরি রেলসংযোগ চালু হবে। এতে শুধু পর্যটন শিল্পেরই বিকাশ নয়, শিল্পকারখানা স্থাপনেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।
রেলপথ ও স্টেশন উদ্বোধন উপলক্ষে আইকনিক রেল স্টেশন এলাকা সেজেছে বর্ণিল সাজে। কক্সবাজার শহর ও রেলস্টেশন এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
জানা গেছে, বেলা সোয়া ১১টায় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। এছাড়াও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর আগামী জানুয়ারিতে ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজারে বাণিজ্যিকভাবে চলবে ট্রেন।
এসএ/দীপ্ত নিউজ