টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। কানপুরের টেস্টই হতে পারে ৩৭ বছর বয়সি এই তারকার শেষ টেস্ট।
কানপুর টেস্টে ধারাভাষ্যকারের দায়িত্বে রয়েছেন তামিম ইকবাল। সাকিব যখন অবসরের ঘোষণা দিয়েছিলেন তখন তাকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
তামিম ইকবাল বলেন, ‘এটা তার শেষ ম্যাচ হতে পারে। বছরের পর বছর ধরে কী দারুণ একজন অ্যাম্বাসেডর সে ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য। সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক করেছে। যেখানেই খেলেছে সেখানেই পারফর্ম করেছে। টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেখানেই খেলুক না কেন (সে পারফর্ম করে গেছে)। কী দারুণ একজন অ্যাম্বাসেডর ছিল সে এবং কী দারুণ একজন প্লেয়ার।’
এর আগে সাকিব যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তা বলেছেন তামিম। আসন্ন ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে সাকিবকে ছাড়া যে বাংলাদেশের দল গঠন করা বেশ কঠিন হবে তা জানিয়েছেন তামিম।
তখন তামিম বলেছিলেন, ‘সাকিব ব্যাটিং–বোলিং দুটিই করত। সে অবসর নেয়ায় বাংলাদেশ দল একাদশ গড়তে কঠিন হবে। সে ছিল বাংলাদেশের একমাত্র জেনুইন অলরাউন্ডার।‘
উল্লেখ্য, ভারত–বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে ১–০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। কানপুর টেস্টে হারলে ধবলধোলাই হবে টাইগাররা। ফলে যেভাবেই হোক এই ম্যাচ ড্র করতে চাইবে বাংলাদেশ।
এসএ