সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। এদিকে টাইগার শিবিরে ফিরছেন সাকিব আল হাসান।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হেরে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত শান্তবাহিনী। টেস্টে সাকিব আল হাসান ফেরায় কিছুটা স্বস্তিতে টাইগার শিবির।
গত বছরের আগস্টে সর্বশেষ লাল বলের ক্রিকেট খেলেছেন মিস্টার সেভেন্টিফাইভ। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তবে সাকিব যোগ দেয়ার আগেই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে দেশে ফিরে যাওয়ায় নানা রকম জল্পনা ডালপালা মেলছে ক্রীড়াঙ্গনে। অবশ্য দলে এর প্রভাব পড়ছে না বলে মনে করে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাস বলেন, সাকিবের ফিরে আসাটা দলকে উজ্জীবিত করছে। সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। এছাড়া সবকিছুকে ছাপিয়ে এখন ভালো ক্রিকেটের দিকেই নজর দিচ্ছে ছেলেরা।
অন্যদিকে, বেশ ফুরফুরে মেজাজে রয়েছে লঙ্কানরা স্বাগতিকদেরকে হোয়াইটওয়াশ করা তাদের লক্ষ্য।
শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, উইকেট আমার ভালো লেগেছে। এখানে ব্যাটসম্যানরা সুবিধা পাবে, আগের ম্যাচে টপ অর্ডাররা ভালো না করতে পারলেও এই ম্যাচে ভালো করবে
ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে জয় পেয়েছে শান্তরা। এখন তাদের সামনে টেস্ট সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।
সুপ্তি/ দীপ্ত সংবাদ