গত কয়েকদিনে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় সাকিব–তামিম বন্ধুত্ব। একসময় প্রাণের বন্ধু সাকিব–তামিম একসাথে বহু বছর খেললেও বর্তমানে দুজন যেন দুই ভুবনের বাসিন্দা।
তামিম ইকবাল বিশ্বকাপ দল থেকে বাদ প্রসঙ্গে ভক্তদের দাবি, অধিনায়ক সাকিবের ইশারাতেই দলে নেই তামিম। এমনকি সাকিবকে বিশ্বাসঘাতক মীরজাফর ডাকতেও ছাড় দেননি তারা। এরই মাঝে সাকিবের ছবিসংবলিত আইসিসির এক পোস্টার শেয়ার করেছেন তার স্ত্রী শিশির উম্মে আল হাসান। সেখানেও উঠে এসেছে মীরজাফর প্রসঙ্গ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধুর ছাই, মীরজাফর ওখানে কীভাবে গেল? নিশ্চিত এটা মিথ্যা!’
আইসিসির ওই পোস্টারে বর্তমানে বিশ্বকাপ খেলছেন এমন খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা করা। তাতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৪ উইকেট নিয়েছেন সাকিব। তাতে এখনো খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। যার মধ্যে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিয়েছেন ১১ উইকেট। আর ২০০৭ বিশ্বকাপে নিয়েছেন ৭ উইকেট। ৪৯ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন মিচেল স্টার্ক।
আল / দীপ্ত সংবাদ