ম্যাথিউসের ‘টাইমড আউট’ বিতর্ক যেন থাকছেই না। দুই পক্ষে অবস্থান নিয়েছেন অনেক কিংবদন্তি ক্রিকেটার। তবে লঙ্কান অভিজ্ঞ এ ক্রিকেটারের পরিবারও পেছনে পড়ে থাকতে চায়নি। ম্যাথিউসের পরিবারের চাওয়া, শ্রীলঙ্কায় সাকিব আর কোনো আন্তর্জাতিক ম্যাচ কিংবা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) না খেলুক।
টাইগার দলপতি শ্রীলঙ্কায় এলে তাকে রীতিমতো পাথর মারার হুমকি দিয়ে রেখেছেন ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস। ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলেছেন ট্রেভিন।
ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিক্যালের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সাকিব শ্রীলঙ্কায় আমন্ত্রিত না। সে যদি এখানে আন্তর্জাতিক কিংবা এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ) খেলতে আসে, তাকে পাথর মারা হবে। অথবা তাকে দর্শকদের বিরূপ মনোভাবের শিকার হতে হবে।’
প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হন ম্যাথিউস। নির্ধারিত সময়ে বোলারের মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন না লঙ্কান এ অলরাউন্ডার। দুই দফায় হেলমেট পাল্টাতে গিয়ে তিন মিনিটেরও বেশি সময় বিলম্ব করে ‘টাইমড আউট’ হন তিনি।
আল/ দীপ্ত সংবাদ