সাকিবকে পাওয়া গেলেও সাউথ আফ্রিকার বিপক্ষে আজ পেসার তাসকিনকে পাচ্ছে না বাংলাদেশ। তবে টাইগারদের বড় বাধা হিসেবেই দেখছে সাউথ আফ্রিকা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।
না আছে, এই মাঠে খেলার অভিজ্ঞতা, না আছে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার সুযোগ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম তাই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের জন্য। এরসাথে আছে অতিরিক্ত গরম।
ম্যাচের আগে বিশ্বকাপে প্রথমবারের মত গণমাধ্যমের সামনে আসা অধিনায়ক সাকিব নিজের সুসংবাদের সাথে তাসকিনের দুঃসংবাদও দিয়েছেন।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি ফিট। আজও অনুশীলন ঠিকঠাক থাকলে কাল খেলবো।‘
বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে নিজের যুক্তিও তুলে ধরে তিনি বলেন, ‘এশিয়া কাপে আফগান ম্যাচের পরই সিদ্ধান্ত নিয়েছিলাম মিরাজ উপরে খেলবে। ভালো করেছে। আগামীতে আফগান ম্যাচ হলেও উপরেই খেলবে। আর রিয়াদ নিচে ভালো করছে, উপরে উঠলে যদি না করে।‘
টেম্বা বাভুমা পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশের বিপক্ষেও প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশকে গুরুত্ব দিয়েই দেখছেন এই অলরাউন্ডার।
প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি একটা কিছু। সেটা শুধু সাম্প্রতিক সময়ে তাদের বিপক্ষে ভালো খেলিনি বলেই নয়। বিশ্বকাপের ম্যাচ এলেই তাদের বিপক্ষে পিছিয়ে পড়ি আমরা।‘
একদিকে হারের হ্যাটট্রিকে চাপে থাকা বাংলাদেশ, অন্যদিকে, আসরে উড়ন্ত ফর্মে থাকা সাউথ আফ্রিকা। এই দু‘দলের লড়াইয়ের আগে তাতে চাপে থাকার কথা ছিলো বাংলাদেশেরই। তবে লড়াইটা যখর বিশ্বকাপের মঞ্চে, পরিসংখ্যান তখর কথা বলছে, বাংলাদেশের হয়ে। কারণ বিশ্বকাপে তিনবারের মুখোমুখি লড়াইয়ে, দুইবারই জয়ী দলের নাম বাংলাদেশ। এই তথ্যটি সাউথ আফ্রিকাকে চাপে ফেলার সাথে সাথে আত্মবিশ্বাস দেবে বাংলাদেশকে।
আল/ দীপ্ত সংবাদ