পলিগন টেকনোলজি নিয়ে এলো অত্যাধুনিক সাইবার ফিশিং প্ল্যাটফর্ম CyberWise—যা ফিশিং সিমুলেশন ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে অধিক সাইবার সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ আবদান রাখে।
“কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি” তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে পলিগন টেকনোলজির নিকট থেকে ‘সাইবারওয়াইজ’ (CyberWise) প্ল্যাটফর্ম গ্রহণ করেছে। গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে সমাধানটি গ্রহণের পরিপ্রেক্ষিতে পলিগন টেকনোলজি ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত, চিফ টেকনোলজি অফিসার জনাব মোঃ তানজিম মোর্শেদ ভূঁইয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া পলিগন টেকনোলজি পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু নাসের মোহাম্মদ শোয়েব, চিফ কমার্শিয়াল অফিসার ফিরোজ আহমেদ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দেশীয় তৈরি একমাত্র ফিশিং সিমুলেশন ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের সফটওয়্যার ‘CyberWise’ প্ল্যাটফর্মের মাধ্যমে পলিগন টেকনোলজি সাইবার সিকিউরিটির এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করি।