লোক সংগীতের উৎপত্তি এই বৃহত্তর সিলেট অঞ্চলে। আব্দুল করিম বা দুরবিন শাহ‘রা হাজার বছরে একবার আসে। দেশের সাংস্কৃতিক জাগরণে সিলেটের বিশাল ভুমিকা রয়েছে বলে জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে নাট্য পরিষদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে যে কয়টি বড় যুদ্ধ সংগঠিত হয়েছে তাঁর মধ্যে সিলেট অন্যতম। এ পবিত্র ভূমিতে সংগঠিত লড়াই সারা বাংলাদেশেও খুব একটা খুঁজে পাওয়া যায় না।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ভবতোশ রায় বর্মণ।
এর আগে গত ১৫ মার্চ সারদা হল কার্যালয়ে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দ্বি–বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রজত কান্তি গুপ্ত সভাপতি ও মোস্তাক আহমেদ সাধারণ নির্বাচিত হন। গঠিত হয় নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি।
অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আফ/দীপ্ত সংবাদ