গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় পরিবর্তন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করণীয় করা হচ্ছে।
অ্যাটর্নি জেনারেল গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, দেখেন তদন্ত থেকে শুরু করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। যদি কোন অভিযোগ থাকে আরও পদক্ষেপ নেয়া হবে। অত্যন্ত গুরুত্ব সহকারে গাজীপুরসহ সারাদেশে ব্যবস্থা নিচ্ছে সরকার। দেশের আইনশৃঙ্খলা কেমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর থেকে ভালো আমরা প্রত্যাশা করি, চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন– সামাজিক সংগঠন পরিবর্তনের আহ্বায়ক মাসুম বাবর হিরোসহ ইউনিয়ন বিএনপি নেতারা, শৈলকুপা বাঘিনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র–ছাত্রী, অবিভাববক এলাকাবাসী।
শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ