ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ সম্প্রতি বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার পাত্র হয়েছেন তিনি। এ নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাকে নিয়ে সমালোচনা করেন।
এই তালিকায় এবার যোগ দিলেন টালিউডের গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে তিনি পরোক্ষভাবে ময়ূখকে কটাক্ষ করেন।
ঋত্বিক লেখেন, “ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।”
ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, হাসির রোল পড়ে যায়। কেউ কেউ দাবি করেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে।
উল্লেখ্য, ময়ূখ রঞ্জন রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও ইনপুট প্রধান হিসেবে কর্মরত। এর আগেও টালিউডের অভিনেতা দেব ও রুক্মিণীর সঙ্গে ছবি তুলে সমালোচনায় পড়েছিলেন তিনি। অনেকেই মনে করছেন, বারবার বিতর্কে জড়িয়েই নিজের পরিচিতি বাড়াতে চাইছেন এই সাংবাদিক।
আল