শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বাংলানিউজ টুয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

রবিবার (১৮ জুন) নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ শাখা আলাদা আলাদা ব্যানারে এই মানববন্ধন পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, সাবেক সভাপতি নবির উদ্দিন, বর্তমান সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, কাজী কামাল হোসেন, মাসুদ রানা, মোয়াজ্জেম হোসেন, রাসেল রানা, বাংলানিউজের নওগাঁ প্রতিনিধি তৌহিদ ইসলামসহ প্রেসক্লাবে অন্যান্য সদস্যরা। মানববন্ধনে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, রিফাত হোসাইন সবুজ, আব্বাস আলী, দেলোয়ার হোসেন দোয়েল, অন্তর আহমেদসহ অন্যান্য সদস্য। মানববন্ধনে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন পক্ষে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, ফরিদুল করিম তরফদার, মামুনুর রশীদ বাবু, সুমন আলী, সিয়াম শাহরিয়ার, খসরু বাসারসহ অন্যন সদস্যরা উপস্থিত থেকে বক্তব্য দেন।

মানববন্ধনে একাত্ত ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেনসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। কিন্তু এসব ঘটনার বিচার হচ্ছে না। সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ায় আজ জামালপুরের সাংবাদিক নাদিমকে এভাবে হত্যার সাহস পেয়েছে ক্ষমতাসীন ব্যক্তিরা। ফলে সাংবাদিক নাদিম হত্যায় জড়িতের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তরমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

আব্দুর রউফ রিপন /আল /দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More