সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালেরর ১১ ফেব্রুয়ারি দিনের আলো ফোটে সাংবাদিক সাগর–রুনি হত্যার এক নৃশংসতার খবর নিয়ে।
রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় তারা খুন হন। এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশ, ডিবি ঘুরে তদন্ত যায় র্যাবের কাছে। গত ১৩ বছরে কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো ছাড়া বলার মত অগ্রগতি নেই চাঞ্চল্যকর এ হত্যা মামলায়।
এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় পিছিয়েছে ১১৪ বার। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপিকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৪ নভেম্বর তদন্তভার গ্রহনের পর থেকে এ পর্যন্ত ৬২ জনের সাক্ষ্য নিয়েছে টাস্কফোর্স।
এদিকে হত্যা মামলার বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি আরও বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের বিষয়ে মুখ খুলেছেন জেলে থাকা আসামিরা। দ্রুতই হাইকোর্টে দাখিল হবে তদন্ত রিপোর্ট।