চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ফ্লোরিডা বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি হাকিমুল আলম মালিক টিটন।
রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় জেলার চেম্বার ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় অংশ নেন জাতীয় ও স্থানীয় সব গণমাধ্যমের সংবাদকর্মীরা।
সভার শুরুতেই জেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পরিচয় পর্বে মিলিত হন আমন্ত্রিত অতিথিরা। পরিচয় পর্ব শেষে জেলার কৃতিসন্তান হাকিমুল আলম মালিক টিটনকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
মুক্ত আলোচনা ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্লোরিডা বাংলা টেলিভিশনের সিইও, ফ্লোরিডা বাংলানিউজের সম্পাদক–প্রকাশক ও ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি হাকিমুল আলম মালিক টিটন।
হাকিমুল আলম মালিক টিটন বলেন, এ আয়োজনের জন্য আমার দীর্ঘদিনের সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই। অনেকদিন পর পুরাতন সব মুখগুলোকে একসঙ্গে দেখে স্মৃতিকাতর হয়ে পড়ছি। শৈশবের সেই দিনগুলো বারবার মনে পড়ছে। জেলা থেকে অনেক দূরে থাকলেও এই মুখগুলো আমার কাছে সবসময় অমলিন হয়ে থাকবে। পুরাতন মুখের ভিড়ে নতুন মুখও দেখছি, ভালোই লাগছে। বিদেশের মাটিতে থেকেও সব সময় আমার হৃদয় চুয়াডাঙ্গার মাটিতেই থাকে।
গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ জানিয়ে টিটন মালিক বলেন, ‘নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সামগ্রিকভাবে কাজ করতে হবে। আপনারা সাহস দিলে, উৎসাহ দিলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক–প্রকাশক সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আকাশ খবরের প্রকাশ ও সম্পাদকক এবং চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দীন মো. মত্তুর্জা ও ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহ–সভাপতি জাহাঙ্গীর আলম তুহিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন– সিনিয়র সহ–সভাপতি শাহরিন হক মালিক, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম।