প্রান্থিক পর্যায়ে আধুনিক চক্ষু চিকিৎসা সেবার প্রসার ঘটাতে পাবনার সাঁথিয়া উপজেলার কমিউনিটি আই সেন্টার স্থাপনের কার্যক্রমের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ( ১৬ অক্টোবর) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সঙ্গে সাঁথিয়ার কমিউনিটি আই সেন্টার স্থাপনের কার্যক্রমও উদ্বোধন করেন। দেশের বিভিন্ন জায়গায় ৬৫টি কমিউনিটি আই সেন্টার স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষ্যে সাঁথিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা–১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী অন্যন্যা কর্মকর্তারা।
উদ্ধোধনে পাবনার সাঁথিয়াসহ দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার” স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে সাতটি বিভাগে ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬৫টি কমিউনিটি আই সেন্টার–এর উদ্ধোধন হয়।
শামসুল আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ