চট্টগ্রাম নগরের সল্টগোলা রেল ক্রসিংয়ে তেলবাহী ওয়াগনের সঙ্গে বেপরোয়া একটি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোয়াজ্জেম হোসেন নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন বলেন, ট্রেনের সাথে ক্যামিক্যালবাহী একটি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো থেকে বিপুল পরিমাণ তেল নিয়ে আসছিল ওয়াগন ট্রেনটি৷ ট্রেন যাওয়ার পথে দ্রুত গতির একটি লরি এসে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয় এতে লরিটি উল্টে পড়ে একটি বাইকের উপর। এতে প্রাণ হারান মোটর সাইকেল চালক মোয়াজ্জেম হোসেন।
রুনা আনসারী/আফ/দীপ্ত নিউজ