সর্বজনীন পেনশন স্কিম নাগরিকদের আর্থিক নিরাপত্তার জন্য একটি মাইলফলক বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। তবে, এর সুফল নিশ্চিতে তৈরি করতে হবে টেকসই ব্যবস্থাপনা কাঠামো। এছাড়া এই স্কিমের বিষয়ে মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রগতি, প্রবাস, সুরক্ষা আর সমতা– শিরোনামে চার ক্যাগাগরির সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসার সুযোগ থাকছে প্রায় সব শ্রেণি–পেশার মানুষের। মাসে ন্যূনতম ৫০০ টাকা জমা দিয়েও নির্ধারিত সময়ের পর, ভালো টাকা পেনশন মিলবে।
এখন প্রশ্ন হচ্ছে– বিশাল জনগোষ্ঠীকে পেনশন স্কিমের আওতায় আনা কতটা সম্ভব। নিবন্ধনসহ সার্বিক প্রক্রিয়াই বা কতটা সহজ হবে।
বিশেষজ্ঞরা বলছেন, সর্বজনীন পেনশন স্কিমকে সামাজিক সেবার আদলে নিয়ে আসতে হবে। প্রয়োজনে নিম্ন আয়ের বা হতদরিদ্রদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। তবে পেনশন স্কিমের পুরো কার্যক্রম বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ দেখছেন তারা।
”সর্বজনীন পেনশন স্কিম” নাগরিকদের পাশাপাশি, দেশের অর্থনীতির ভিত মজবুত করবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।
আল/ দীপ্ত সংবাদ