বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড: মঈন খান বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে অলিগারিটির মাধ্যমে দরিদ্র মানুষের ধনসম্পদ লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে ।
গাজীপুরের শ্রীপুরের ধামলই গ্রামে রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়ার পর কারাগারে নিহত বিএনপি নেতা আসাদুজ্জামান খান হিরা‘র বাড়িতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর পক্ষ থেকে উপহার তুলে এসে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি ।
তিনি আরও বলেন, সরকার ক্ষমতাকে কূক্ষিগত করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে এক দলীয় শাসন করেছে। মেঘা প্রজেক্টের নামে দুর্নীতি করেছে।
সেখান থেকে বেরিয়ে এসে, বাংলাদেশে একটি জবাবদিহি মুলক গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। তাহলে নারী অধিকারের সমস্যা, শিশু অধিকারের সমস্যা, অর্থনীতির সমস্যা, গণতন্ত্রের সমস্যা ও ভোটের অধিকারের সমস্যার সমাধান হবে ।
আল / দীপ্ত সংবাদ