সরকার জনগণের সাথে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল পদযাত্রা কর্মসূচিতে তিনি আরো বলেন, আন্দোলন কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক দল নয়।
বিএনপির গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়, রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সামনে থেকে। পরে এটি শেষ হয়, মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের সামনে গিয়ে। পদযাত্রায় অংশ নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। এরআগে কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ভোটের মাধ্যমে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে।
পরে ডিআরইউ-তে “বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়াউর রহমান-এর ভুমিকা” শীর্ষক আলোচনা সভায় যোগ দেন তিনি। বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক দল নয়। তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারকে সরানোর জন্য জনগণ এক হয়েছে। তাই আন্দোলন কর্মসূচিতেই তাদের পতন হবে।