বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, সরকার গণতন্ত্রকে হত্যা করে আরেকবার বাকশাল কায়েম করেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।
ক্ষমতা চিরস্থায়ী হয় না উল্লেখ করে বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপি আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনবে। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। কিন্তু বিজয় দিবসকে পাল্টে দিয়েছে এবং সরকার। তারা এখন দিবসটিকে পরাজয় দিবসে পরিণত করেছে। আমরা রাজপথে আছি এবং থাকবো। সাহস থাকলে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন।
ড. আবদুল মঈন খান বলেন, আমরা ৫২ বছর আগে মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিলাম। সেই বিজয় দিবসকে আওয়ামী লীগ সরকার পরাজয় দিবসে পরিণত করেছে। কারণ, স্বাধীনতা যুদ্ধকালে আমাদের মূলমন্ত্র ছিল গণতন্ত্র। কিন্তু এই গণতন্ত্রকে হত্যা করেছে সরকার। আজও দেশে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি নেই। সরকার একটি অলিগার্কি শ্রেণি বানিয়ে দেশের অর্থনীতি লুটপাট করেছে।
আরও পড়ুন: জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিএনপির শ্রদ্ধা
একই স্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার নির্বাচনের নামে খেলা শুরু করেছে, আসন ভাগাভাগি শুরু করেছে। ৭ জানুয়ারির নির্বাচন একটি রসিকতা। জনগণের অর্থ অপচয় করে আরেকটি প্রহসনের নির্বাচন করছে সরকার।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ