সরকারের পতন ছাড়া অন্য কোনো দাবিতে বিএনপি আর আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জুন) সকালে আগারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
মির্জা আব্বাস বলেন, ‘যে গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠা করেছিলেন, যে গণতন্ত্র চুরি হয়ে গেছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের পতন ছাড়া অন্য কোনো দাবিতে বিএনপি আর আন্দোলনে যাবে না।‘
তিনি বলেন, ‘আজকে যেটা হচ্ছে সেটা উন্নয়ন নয়। এটা হলো টাকা পাচারের প্রজেক্ট। যে কারণে আজকে বাংলাদেশে ডলারের সংকট, টাকার সংকট, খাদ্যের সংকট। এই সরকারের পতন না হলে দেশের সংকট কাটবে না।‘
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের অনেক নেতাকর্মী জেলে আছেন। আমি তাদের পরিবার–পরিজনের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমরা আশা করছি, আন্দোলনের মাধ্যমে সেই কর্মীদের আমরা ছাড়িয়ে আনব।‘
সানজিদা প্লাবনী/মাসউদ/দীপ্ত সংবাদ