সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন, ২০০৯ থেকে ২৩ সাল পর্যন্ত ব্যাংকখাতে ৯০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এসময় আর্থিকখাতে বর্তমান সরকারের চরম অব্যবস্থাপনা ও লাগামহীন দুর্নীতির তথ্য উপাত্ত তুলে ধরেন দলটির মহাসচিব।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার ও তাদের দোসরদের কারণে মূল্যস্ফীতি ক্রেমেই বেড়ে চলেছে। এতে সাধারণ জনগন এখন তীব্র কষ্টে দিনযাপন করছে।
ব্যাংকে চরম তারল্য সংকট চলছে উল্লেখ করে এজন্য সরকারকে দায়ি করেন বিএনপির মহাসচিব। বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত ১০ বছরে খেলাপি ঋণ বেড়েছে তিন গুনের বেশি।
দেশে সবদিকে চরম সংকট চলছে উল্লেখ করে সরকারের পদত্যাগের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপির এ শীর্ষ নেতা।
আল/ দীপ্ত সংবাদ