সরকারি ব্যবস্থাপনায় এবার হজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার টাকা। যা গত বছরের তুলনায়, এক লাখ ৬১ হাজার টাকা বেশি। আজ সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। হজযাত্রীদের বিমানভাড়া বেশি নির্ধারণ করায়, ক্ষোভ জানিয়েছে হাব।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে হবে হজ। বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহণ এবং পর্যটন মন্ত্রণালয় ছাড়াও যোগ দেন হজ এজেন্সিসহ সংশ্লিষ্টরা।
দীর্ঘ আলোচনা শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।
সরকারি প্যাকজের সঙ্গে সামঞ্জস্য রেখে, বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ নির্ধারণ করবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। যদিও বিমান ভাড়া বেশি নির্ধারণ করায়, ক্ষোভ জানিয়েছে হজ এজেন্সিগুলো।
এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজে নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়া হয়েছে। ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এ বছর শতভাগ হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হবে।